ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মূল্য সংশোধনের একদিন পর সূচকে ব্যাপক উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
মূল্য সংশোধনের একদিন পর সূচকে ব্যাপক উত্থান

ঢাকা: মূল্য সংশোধনের একদিন পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৯ জানুয়ারি) পুঁজিবাজারে সূচকের ব্যাপক উত্থান হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেন, বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন।

দিনভর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১২০ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারের বিশেষ উদ্যোগের ফলে বাজারে নতুন ফান্ড আসছে। এ কারণে ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হচ্ছে।

ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ৩৩ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ৮১২টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ ১২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৭৫ কোটি ১২ লাখ ২ হাজার টাকার।  

এদিন তিন সূচকের পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৪ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৯ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১১.৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ৭৪টির এবং আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।  

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১২০ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৪৮ লাখ ৫ হাজার ২৭১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৮ কোটি ৯৬ লাখ ৩ হাজার ৩৬৯ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৩ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৮৬৪ টাকার।  

লেনদেন হওয়া ২৬৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৬০টির এবং ২০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।