ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারে (১৪ ফেব্রুয়ারি) দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪০ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৮২ পয়েন্ট। এর ফলে উভয় বাজারে টানা সাত কার্যদিবস সূচক বাড়লো।

সূচকের পাশাপাশি উভয় বাজারে বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার।

এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাও বেড়েছে। তাই লেনদেন সূচক বাড়ছে।
 
ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ৩২ কোটি ৫৭ লাখ ০৫ হাজার ২১১টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৭৩ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৯৩ কোটি ৫০ লাখ ১৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬৬ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার টাকার।
 
তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৪০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯৮ পয়েন্টে।
 
পাশাপাশি ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৪ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৯ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের।
 
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮২ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন সিএসইতে লেনদেন ৬৯কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ১৬০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৮৭৩ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪ কোটি ৮৭ লাখ ৮১ হাজার টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৫০টির এবং ৩১ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।