ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
ডিএসইতে বেড়েছে সূচক ও লেনদেন

ঢাকা: পতনের একদিন পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে ডিএসইতে এক কার্যদিবস পর সূচক বাড়লো।

তবে সিএসইতে সূচক বাড়লো টানা দুই কার্যদিবস। এর আগের দিন ডিএসইতে সূচক কমেছিলো ৮ পয়েন্ট এবং সিএসইতে সূচক বেড়েছিলো ৮ পয়েন্ট।

বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপের কারণে সোমবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত। এরপর আইসিবিসহ বড় প্রতিষ্ঠানগুলোর মার্কেট সাপোর্টের ফলে সূচক বাড়তে শুরু করে। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ২২ পয়েন্ট আর সিএসইতে বেড়েছে ৪৩ পয়েন্ট। এর ফলে বেড়েছে বাজার মূলধনও।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার এখন নিজস্ব গতিতে চলছে। তাই একদিন সূচক বাড়ছে পরদিন কমছে। উত্থানের পর পতন এটা পুঁজিবাজারের স্বাভাবিক প্রক্রিয়া। এতে বিচলিত হওয়ার কিছু নেই।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ৩৪ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ৭৫৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৯৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২৩২ কোটি টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৬২ কোটি টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০৪ দশমিক ৯৯ পয়েন্টে।
 
পাশাপাশি ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৫ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ১৭ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫ কোটি ৭৭ লাখ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৩১টির এবং ২৮ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।