ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজার আরো টেকসই হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
পুঁজিবাজার আরো টেকসই হবে

ঢাকা: দেশের পুঁজিবাজার আরো টেকসই হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

তিনি বলেছেন, বর্তমান পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের যে আস্থা সৃষ্টি হয়েছে, তা আরো টেকসই হবে এবং পুঁজিবাজার আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেমের নেতৃত্বে ডিএসই’র নতুন পরিচালনা পর্ষদ বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের সময় এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, অধ্যাপক ড. স্বপন কুমার বালাসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএসই’র পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক ড. এম. কায়কোবাদ, ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান, অধ্যাপক ড. মাসুদুর রহমান, রকিবুর রহমান, শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসূল, ডিএসই’র প্রধান রেগুলেটরি কর্মকর্তা একেএম জিয়াউল হাসান খান উপস্থিত ছিলেন।

বিএসইসির চেয়ারম্যান ডিএসই’র নতুন ও পুরনো পরিচালকদের সংমিশ্রণ এবং সাবেক চেয়ারম্যানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুঁজিবাজারের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করে বাজারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট এবং পুঁজিবাজার উন্নয়নকল্পে এক্সচেঞ্জকে শতভাগ কর অবকাশ সুবিধা, ক্লিয়ারিং কোম্পানি গঠনে শতভাগ মালিকানা, বুক বিল্ডিং সিস্টেমের সংশোধন, ট্রেডিংয়ের সময় বৃদ্ধি, স্বল্প মূলধনীর যোগ্য বিনিয়োগকারী প্রস্তাব আইন ২০১৬ সংশোধন, ডিএসই’র ওটিসি মার্কেটের উন্নয়ন, পৃথক সিডিএস গঠন, সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় অর্ডারে গ্রাহকের স্বাক্ষর, গ্রাহককে ব্রোকারের ক্রেডিট সুবিধা প্রদান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।