ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

না বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ নয়

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
না বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ নয় নিরাপদ বিনিয়োগ বিষয়ক আলোচনা সভা

খুলনা: পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে ঝুঝে-শুনে করতে হবে। না বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ নয়।

নিরাপদ বিনিয়োগ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠাতা পরিচালক ও আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন (এফসিএমএ)।
 
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের খুলনা শাখার সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অনেক বিনিয়োগকারী রাতারাতি লাভবান হতে চান। পুঁজিবাজার ধৈর্য্যের জায়গা। এখানে কোনোভাবেই ধৈর্য্য হারালে চলবে না। কেউ ধৈর্য্য ধারণ করলে তিনি অবশ্যই ফল পাবেন।

পুঁজিবাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে একজন বিনিয়োগকারীকে কোম্পানির সার্বিক অবস্থা সম্পর্কে ভালোভাবে জানার পরামর্শ দেন তিনি।  

আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের আয়োজনে এতে সভাপতিত্ব করেন খুলনা শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহা।  

কর্মশালায় প্রশিক্ষণ দেন আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের হেড অব কমপ্লায়েন্স কাজী রাকিবুল হক।  

এ সময় উপস্থিত ছিলেন ফেলো মেম্বার অব সিএমএ আলা উদ্দিন আকন্দ ও অশোক কুমার দেবনাথ।

আলোচনা সভায় পুঁজিবাজারে ট্রেডিংয়ের টেকনিক্যাল বিষয়ে বিনিয়োগকারীদের বিশ্লেষণভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এক ঝাঁক নবীন ও প্রবীণ বিনিয়োগকারী অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।