ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

লিবরা ইনফিউশনকে বিএসইসি’র জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
লিবরা ইনফিউশনকে বিএসইসি’র জরিমানা

ঢাকা: সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ওষুধ ও রসায়ণ খাতের কোম্পানি লিবরা ইনফিউশনের প্রত্যেক পরিচালককে জারিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কমিশনের ৫৯৯তম সভায় কোম্পানির পরিচালকদের এ জরিমানা করা হয়।

কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র মতে, ৩০ জুন ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তৈরি বিএএস-১ এর ২৪ ও ৩৭ অনুযায়ী হয়নি। একই সঙ্গে কমিশন তথ্য চাইলে কমিশনকে সহযোগিতা করেনি কোম্পানিটি। এতে কমিশনের ১৯৬৯ এর ১১ সেকশনের ২ ভঙ্গ করেছে।
 
অন্যদিকে, ৩১ ডিসেম্বর ২০১৫ সালের কোম্পানিটির অনিরীক্ষিত অর্ধবার্ষিক প্রতিবেদনে বিএএস-১ ও বিএফআরএস ৩ দশমিক ২৭, ৩ দশমিক ২৯, ৩ দশমিক ৩৩ এবং কিউসি ১২ ও ১৩ সঠিকভাবে করা হয়নি।
 
এই আইন লঙ্ঘনের কারণেই কোম্পানিটির স্বতন্ত্র পরিচালক বাদে ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানায় কমিশন সূত্র।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এএম/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।