ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
সূচক পতনে সপ্তাহ শুরু

ঢাকা: সূচক পতনের মধ্যেদিয়ে পুঁজিবাজারে সপ্তাহ শুরু হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (অক্টোরব ২৯) দেশের উভয় বাজারে সূচক কমেছে। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম, লেনদেন এবং বাজার মূলধন।

এর ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই কার্যদিবস সূচক কমলো। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তিন কার্যদিবস পর সূচক কমলো।

এদিন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় দরপতন হয়েছে। বাজারের এই অবস্থানকে মূল্যসংশোধন বলে মনে করেছেন বাজার সংশ্লিষ্টরা।  তারা বলছেন, উত্থান-পতন এটা পুঁজিবাজারের স্বাভাবিক প্রক্রিয়া। এতে বিচলিত হওয়ার কিছু নেই।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে ১৭ কোটি ৬৫ লাখ ৯১ হাজার ৩৮৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৪০ কোটি ৮৫ লাখ ৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৬২ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৮২ কোটি ৮৩ লাখ ১৫ হাজার টাকার।  
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২২ দশমিক ৮৪ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৭ দশমিক ২৪ পয়েন্টে কমে ২ হাজার ১৫৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহসূচক ১০ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ২২৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩১ দশমিক ০৩ পয়েন্ট কমে ১১ হাজার ২১৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭২ কোটি ৯৮ লাখ ৭১ হাজার ৪০৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ২৪৮ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৭ লাখ ৭ হাজ‍ার ৮৮৩ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১২৭ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার ৭২৬ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।