ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পাঁচ কার্যদিবস পর পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
পাঁচ কার্যদিবস পর পুঁজিবাজারে মূল্য সংশোধন

ঢাকা: টানা পাঁচ কার্যদিবস সূচক বৃদ্ধির পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (১৩ নভেম্বর) দেশের পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ২২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

 

এর আগে ডিএসই ও সিএসইতে টানা পাঁচ কার্যদিবস সূচক বেড়েছিলো। তবে তার আগে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ নভেম্বর) সূচক পতন হয়েছিলো।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ২৪ কোটি ৮০লাখ ১৮ হাজার ১৪৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯০৩ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৮৩ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৮৭০ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭ দশমিক ১৬ পয়েন্ট কমে ৬ হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক কমলেও ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ৫৩ পয়েন্টে বেড়ে ২ হাজার ২৬১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৬ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২২ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১১ হাজার ৬৬২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন বাজারে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৪৫ লাখ ৭৬ হাজার ৩৮৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৯ কোটি ৩৮ লাখ ২৬ হাজার টাকা।

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৩১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা,  নভেম্বর ১৩, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।