ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দু’দিন পর পুঁজিবাজারে মূল্যসংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
দু’দিন পর পুঁজিবাজারে মূল্যসংশোধন

ঢাকা: দুই কার্যদিবস উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ ডিসেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে সূচক পতন হয়েছে। দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩২ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

তবে বেড়েছে লেনদেন। এর ফলে সোম ও মঙ্গলবার উভয় বাজারে সূচক বাড়ার পর বুধবার দরপতন হলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা দু’দিন পর পুঁজিবাজারে মূল্যসংশোধন হয়েছে।

ডিএসই’র তথ্য মতে, বুধবার বাজারে ১৪ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৯৫৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫১১ কোটি ৫৯ লাখ ২৬ হাজার টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৪৬৫ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫৫ কোটি ৩০ লাখ ৩৪ হাজার।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩২ দশমিক ১৭ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১২ দশমিক ১২ পয়েন্ট কমে ২ হাজার ২৩১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৫ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৮ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১১ হাজার ৬৫৯১ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯৩ লাখ ১২ হাজার ১১২টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি ৭২লাখ ৯৭ হাজার ৩৮৯ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৭২০ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৪২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।