ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক-লেনদেন উভয়ই বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
সূচক-লেনদেন উভয়ই বেড়েছে

ঢাকা: বড়দিন উপলক্ষে একদিন বন্ধ থাকার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন।

তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা তিন কার্যদিবস সূচক পতনের পর দেশের উভয় বাজারে সূচক বাড়লো। এর আগে গত সপ্তাহের বুধ, বৃহস্পতি এবং চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় বাজারে দরপতন হয়। এতে কমে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
 
ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার বাজারে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৬৫৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৭১ কোটি ৪১ লাখ ৯২ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকা। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৩৬৭ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার টাকা।
 
তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৩ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৫ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৩৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ২৩ কোটি ৭১ লাখ ৭ হাজার ৯৪৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১০ কোটি টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৩৩ লাখ ৭২ হাজার ৪১১ টাকা।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।