ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা পাঁচ কার্যদিবস সূচকের পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
টানা পাঁচ কার্যদিবস সূচকের পতন

ঢাকা: সূচক পতনের মদ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচক কমেছে ৩৭।

এর ফলে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণার পর দিন থেকে টানা পাঁচ কার্যদিবসে সূচকের দরপতন হলো। সোমবার (০৫ ফেব্রুয়ারি) সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

ডিএসইর তথ্য মতে, এদিন বাজারে ১১ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৩৫৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৪০কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৯০ লাখ ৮৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩২৯ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক  দশমিক ২৯ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৭ পয়েন্ট কমে ১০ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৬ লাখ ৯২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৬ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৭৯০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১২০ কোটি ৪০ লাখ টাকার।

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।