ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সামিট পাওয়ারের ৭ কোটি শেয়ার কেনার অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
সামিট পাওয়ারের ৭ কোটি শেয়ার কেনার অনুমোদন

ঢাকা: সামিট পাওয়ার লিমিটেডের সাত কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৯৯টি শেয়ার ক্রয়ের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার (১৩ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
 
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামিট হোল্ডিংস লিমিটেড কর্তৃক ধারণকৃত সামিট পাওয়ারের ৭ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৯৯টি শেয়ার ৬ দশমিক ৫৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সামিট হোল্ডিংসের কাছে।

আর এইসব শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ব্লকে কিনে নেবে সামিট করপোরেশন।
 
তবে এক্ষেত্রে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃক গ্রহণ) বিধিমালা এর বিধি ৮ ও বিধি ১৩ এর বিধান পরিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।