ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দরপতন থামলেও তারল্য সংকটে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
দরপতন থামলেও তারল্য সংকটে পুঁজিবাজার

ঢাকা: টানা তিন কার্যদিবস দরপতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ মার্চ) পুঁজিবাজারে দরপতন থেমেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিকে দরপতন ও বাজার স্থিতিশীল রাখার প্রতিবাদে বুধবারও ডিএসই’র সামনে রাস্তায় নেমেছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে দুপুর সোয়া ২টা থেকে ৩টা পর্যন্ত মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। এসময় তারা দরপতন ঠেকাতে ও বাজারের তারল্য সংকট দূর করতে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।

ডিএসইর তথ্য মতে, বুধবার বাজারে ৬ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৫৯৩ সিকিউরিটিজের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ২২৪ কোটি ৮ লাখ ৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৮২ কোটি ৩১ লাখ ৯৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৯৮ কোটি ২৪ লাখ ৮১ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯০ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৯৩টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫২০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৬ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭ কোটি ৩৫ লাখ ২১ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১০৯টির, কমেছে ৬৭টির, আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।