ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, মে ৯, ২০১৮
সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা: সূচকের ওঠা-নামার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে।

বুধবার (০৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে সূচকের তেজিভাবের মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। চলে সকাল ১০টা ৫৬ মিনিট পর্যন্ত।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয়েছে দরপতন।

সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৬ পয়েন্ট।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৭ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৩ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ২ কোটি ৯৪ লাখ ৬২ হাজার ৬শ ১০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ১শ’ ৩ কোটি ২ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৮১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫২২ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১৯ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এমএফআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।