ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

১৩ কার্যদিবস পর পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, মে ২১, ২০১৮
১৩ কার্যদিবস পর পুঁজিবাজারে উত্থান

ঢাকা: টানা ১৩ কার্যদিবস দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ মে) সূচক উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে বেড়েছে বাজার মূলধন।

রমজানের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে সকাল ১০টায়  ডিএসইতে লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিলো সকাল ১০টা ২১ মিনিট পর্যন্ত।

এরপর আইসিবিসহ কয়েকটি বড় প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে সূচক বাড়ে দুপুর সোয়া ১২টা পর্যন্ত।

একপর্যায়ে শেয়ার বিক্রির চাপে সূচকের নিম্নমুখী প্রবণতা শুরু হলেও তা পজেটিভ অবস্থানেই থাকে। এভাবেই দিনের বাকি সময় পর্যন্ত লেনদেন হয়। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট।  

এদিন ব্যাংক, বিমা, প্রকৌশল, অর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম বাড়ায় সূচকের উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, সোমবার ১৩ কোটি ৪৮ লাখ ৩ হাজার ২৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৬১ কোটি ৮০ লাখ ৯৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯৫ কোটি ৬৬ লাখ টাকার। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৪৯২ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার টাকা।

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ৯২ পয়েন্ট কমে দুই হাজার ৭ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ২ দশমিক ৯২ পয়েন্ট কমে এক হাজার ২৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩৬ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৬ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৬ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার টাকার। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫১ কোটি ৪৬ লাখ ৭ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।
 
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ২১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।