ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন বিধিমালার গেজেট শিগগির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুন ৩, ২০১৮
উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন বিধিমালার গেজেট শিগগির

ঢাকা: উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা-২০১৮’র চূড়ান্ত অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দ্রুত আইনটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

রোববার (০৩ জুন) বিএসইসির ৬৪৬তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেনের সভাপতিত্বে সভায় কমিশনাররা উপস্থিত ছিলেন।
 
এতে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন উল্লেখ্যযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা ২০১৮ এর খসড়ার উপর জনমত জরিপে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা করে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যেটি শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।