ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা ছয় কার্যদিবস পর সূচক বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জুন ৫, ২০১৮
টানা ছয় কার্যদিবস পর সূচক বাড়লো

ঢাকা: টানা ছয় কার্যদিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ জুন) সূচকের উত্থানের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ব্যাংক, বিমা, প্রকৌশল ও আর্থিক প্রতিষ্ঠান খাতসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বাজারে উত্থান হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সূচকের ঊধর্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে সকাল ১০টা ২০মিনিট পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন।

যা অব্যাহত ছিলো পৌনে ১১টা পর্যন্ত। তারপর থেকে আইসিবিসহ বড় বড় প্রতিষ্ঠান শেয়ার কিনে মার্কেট সাপোর্ট দেওয়ার ফলে দিনের বাকি লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেন।

ডিএসই’র তথ্যমতে, এদিন ৭ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ২১২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৮২ কোটি ৩ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০২ কোটি ৫ লাখ ৪৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪২৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬১ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই’র প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৭ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮০ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৮ দশমিক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

অপর বাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৬৯ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৫৬ হাজার টাকা।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।