ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বড় উত্থানে সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুন ২১, ২০১৮
বড় উত্থানে সপ্তাহ পার

ঢাকা: বড় ধরনের সূচক উত্থানের মধ্যদিয়ে ঈদ পরবর্তী সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ জুন) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। গ্রামীণফোন, স্কয়ার ফার্মা এবং ব্যাংক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

এর ফলে গত সোমবাবের (১৮ জুন) পর টানা কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হলো।

বৃহস্পতিবার সূচকের তেজিভাবের মধ্য দিয়ে ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়ে চলে সকাল ১১টা ৬মিনিট পর্যন্ত।

এরপর শেয়ার কেনা-বেচার চাপে শুরু হয় সূচকের ওঠানামা। যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১১১ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, এদিন ১৭ কোটি ১২ লাখ ৩৬ হাজার ২১০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ৭৪ লাখ ৫১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৬ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা।  

ডিএসইর তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২৭ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮১ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসই-তে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৫৮ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা।  

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।