ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজার আবারও দরপতনের ধারায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
পুঁজিবাজার আবারও দরপতনের ধারায়

ঢাকা: টানা চার কার্যদিবস উত্থানের পর আবারও দরপতনের ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। সোমবারের মতোই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ জুন) দরপতনের মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সূচকের তেজিভাবের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শুরু হয়ে চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত। এ সময় সূচক বাড়ে ১৯ পয়েন্ট।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এতে দেশের প্রধান এ পুঁজিবাজারে সূচক কমেছে ২২ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮৬ পয়েন্ট। সেইসঙ্গে কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

ব্যাংক, বিমা, আর্থিক খাতসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম কমায় নেতিবাচক ধারায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
 
ডিএসই’র তথ্যমতে, মঙ্গলবার ১৩ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৭১২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৪২ লাখ তিন হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৮৬ কোটি নয় লাখ ৯৮ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিল ৭১১ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ২২ দশমিক ৫১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪১১ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১১ দশমিক ৩৬ পয়েন্ট কমে এক হাজার ৯৬৫ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৩ দশমিক ৬৫ পয়েন্ট কমে এক হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই’তে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এদিকে, সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫২ পয়েন্টে। মঙ্গলবার সিএসই’তে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৪ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৩৪ লাখ টাকার।

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।