ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

নতুন অর্থবছরের প্রথম দিনে পুঁজিবাজারে বড় পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৮
নতুন অর্থবছরের প্রথম দিনে পুঁজিবাজারে বড় পতন

ঢাকা: বড় পতনের মধ্য দিয়ে ২০১৮-১৯ অর্থবছরের প্রথম কার্যদিবস সোমবার (০২ জুলাই) দেশের পুঁজিবাজারে  লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। 

এর ফলে একদিন সূচক বৃদ্ধির পর টানা দুই কার্যদিবস বৃহস্পতিবার (২৮ জুন) এবং সোমবার দেশের পুঁজিবাজারে দরপতন হলো। তবে তার আগের দিন বুধবার সূচকের উত্থান হয়েছিলো।

নতুন অর্থবছরে প্রথম দিন ব্যাংক হলিডে উপলক্ষে রোববার (০২ জুলাই) পুঁজিবাজার বন্ধ ছিলো। ফলে পুঁজিবাজারের হিসেবে নতুন বছরের প্রথমদিন লেনদেন হয় সোমবার। এদিন সূচক পতনের মধ্য দিয়ে ডিএসই ও সিএসইতে লেনদেন শুরু হয়। যা দিনের শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিলো।  

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১১৩ পয়েন্ট।

ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান খাতসহ বেশির ভাগ খাতের কোম্পানির শেয়ারের দাম কমায় পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ১৬ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ২১টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৮৪ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৮০১ কোটি ৪০ লাখ ৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭০৩ কোটি ৫১ লাখ ৯৯ হাজার টাকার।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ৮৩ দশমিক ০৪ পয়েন্ট কমে ৫ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৪৪ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৯১৫ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১৬ দশমিক ০২ পয়েন্ট কমে ১ হাজার ২৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিকে সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৯৬ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকা।  

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।