ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

টানা ২ দিন পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
টানা ২ দিন পুঁজিবাজারে উত্থান

ঢাকা: সূচকের উত্থানের মধ্যদিয়ে নতুন (২০১৮-১৯) অর্থ বছরের প্রথম সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ জুন) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা দুই কার্যদিবস উত্থান হলো। তবে তার আগের টানা তিন কার্যদিবস দরপতন হয়েছিল।

বুধবারের মত বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরু হয়, চলে ১১টা পর্যন্ত। এসময় সূচক বাড়ে ৬০ পয়েন্ট।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠা-নামা। যা অব্যাহত ছিল লেনদেনের বাকি সময় পর্যন্ত।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯০ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার ২০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৬৮৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৪১ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৬২৭ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ৫৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ২৩ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ১৫ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিকে, সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪৩ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩৫ কোটি ৯৫ লাখ ৭২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৩ কোটি ২৩ লাখ ২ হাজার টাকা।

বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।                

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এমসএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।