ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিমা ও আর্থিক খাতের দাপটে ইতিবাচক পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
বিমা ও আর্থিক খাতের দাপটে ইতিবাচক পুঁজিবাজার

ঢাকা: টানা দুই কার্যদিবস দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুলাই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা খাতের কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ইতিবাচক ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার।

এদিন প্রকৌশল খাতে তালিকাভুক্ত ৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০টির। আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২টির।

এছাড়াও বিমা খাতের ৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির। ফলে দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
 
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) তথ্য মতে, সোমবার ১৮ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ৩৩৬টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। লেনদেন হয়েছে ৮৭৩ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৫৫ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৮৫২ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার টাকার।
 
তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ২ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৭ পয়েন্ট এবং শরীয়াহ সূচক দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের।
 
দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ২ পয়েন্ট কমে ৯ হাজার ৯৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।  

এদিন লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৪ লাখ ৭২ হাজার টাকার।
 
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।