ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঢাকা: দিনভর সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। তবে ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৬ পয়েন্ট।

ফলে উভয় বাজারে টানা দুই কার্যদিবস দরপতন হলো। তবে তার আগে টানা চার কার্যদিবস উভয় বাজারে সূচকের উত্থান হয়েছিলো।

এদিন সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ২২ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৮১৮টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৯৫৪ কোটি ৪৩ লাভ ৯১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭১৬ কোটি ৬১ লাখ ৫৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৭৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৯৩ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৮৪ পয়েন্ট কমে এক হাজার ৮৯৫ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট কমে এক হাজার ২৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি।
 
দেশের অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৬ পয়েন্ট কমে ৯ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ৫৫ কোটি ৭৪ লাখ ১৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৭৯৮ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৪ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা।  

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১১০টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।