ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগকারীদের পুঁজি নেই ৬ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
বিনিয়োগকারীদের পুঁজি নেই ৬ হাজার কোটি টাকা

ঢাকা: দু’দিন উত্থান আর তিন কার্যদিবস সূচক পতনের মধ্যদিয়ে আরও একটি সপ্তাহ পার করলো দেশের পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের বেড়েছে সামান্য।

তবে কমেছে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। একই অবস্থায় লেনদেন হয়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

এসবের ফলে বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদেরও পুঁজি অর্থাৎ বাজার মূলধন কমেছে সাড়ে ৬ হাজার ৫৯৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ডিএসইতে কমেছে পুঁজি কমেছে ৩ হাজার ৮২৩ কোটি ৬০ ‍লাখ ৯ হাজার ৪৩ টাকা আর ২ হাজার ৭৭৪ কোটি ১ হাজার টাকা। এর ফলে  টানা তিন সপ্তাহ পর উভয় বাজারে মূলধন কমলো।  

ডিএসই’র তথ্য মতে, আলোচিত এ সপ্তাহে পাঁচ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৪৫৪ কোটি ৭২ লাখ ৯৩ হাজার ৮২৩ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৩৯০ কোটি ৯ লাখ ৬০ হাজার ৭২১ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় ৬৩ কোটি টাকা ৮২ লাখ ৩৩ হাজার টাকা বেশি। আর শতাংশের হিসাবে ১ দশমিক ৪৫ শতাংশ বেশি। মোট লেনদেনের পাশাপাশি ‘এ’ ক্যাটাগরির কোম্পানিতে লেনদেন বেড়েছে। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

লেনদেনের পাশাপাশি বিদায়ী সপ্তাহে তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ৩২ পয়েন্ট কমে ৫ হাজার ৩০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৩ দশমিক ৩১ পয়েন্ট কমে ১ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৯৭টির আর অপরিবর্তিত ছিল ২০টি কোম্পানির শেয়ারের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছিল ১৩১টির, কমেছে ১৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের।
 
এর ফলে ডিএসইতে বিনিয়োগকারীদের বাজার মূলধন ৩ হাজার ৮২৩ কোটি ৬০ ‍লাখ ৯ হাজার ৪৩ টাকা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ২২৩ কোটি ২৭ লাখ ১৩ হাজার ৭৬৯ টাকা। এর আগের সপ্তাহে ১৬৯ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৪৬ কোটি ৮৭ লাখ ২২ হাজার ৮১২ টাকা‍য়। তার আগের সপ্তাহে বেড়েছিলো ৪৮২ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৬৫০ টাকার।

দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক ৩৯ পয়েন্ট কমে ৯ হাজার ৯০৯ পয়েন্ট দাঁড়িয়েছে। গত সপ্তাহে এ বাজারে লেনদেন হয়েছে ২৪৯ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ২৬৭ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৩০৪ কোটি ৯৮ লাখ ৯৩ হাজার ৩১২ টাকার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির।
বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের মূলধন ২ হাজার ৭৭৪ কোটি ১ হাজার টাকা কমে ৩ লাখ ১৪ হাজার ৯০১ কোটি ৯ লাখ টাকায়। এর আগের সপ্তাহে ৮৮০ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৮ হাজার ১৩০ কোটি ৭ লাখ টাকায়।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।