ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মূল্যসংশোধনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
মূল্যসংশোধনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচক পতন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬১ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা তিন কার্যদিবস পর পুঁজিবাজারে দরপতন হলো।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতসহ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় সূচক কমেছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। এর আগের টানা তিন কার্যদিবস ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণে বাজারের এ অবস্থানকে মূল্যসংশোধন বলে মনে করেন তারা।

তারা বলছেন, উত্থানের পর দরপতন এটা পুঁজিবাজারে স্বাভাবিক প্রক্রিয়া, এতে বিচলিত হওয়ার কিছু নেই।

ডিএসই’র তথ্য মতে, রোববার ২০ কোটি ৬৫ লাখ ৮ হাজার ৭৭৬টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৫৯ কোটি ২২ লাখ ৩ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৭৬৪ কোটি ১ লাখ ১৩ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছে ৭৪০ কোটি ৬২ লাখ ৪৫ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭৩২ কোটি ৪৭ লাখ ৬ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ৪২ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ১২ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৭ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।
 
দেশের অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৬১ দশমিক ৪৫ পয়েন্ট কমে ৯ হাজার ৯৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ২৩ কোটি ১ লাখ ৭৭ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনেদেন হয়েছিলো ৩৪ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৩০ কোটি ৭০ লাখ ৪৯ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।