ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক-বিমার দাপটে পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
ব্যাংক-বিমার দাপটে পুঁজিবাজারে উত্থান

ঢাকা: ব্যাংক, বিমা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের শেয়ারের দাপটে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে।

শেয়ারের দাম বাড়ায় চলতি সপ্তাহের বুধ ও মঙ্গলবার (৮ ও ৭ আগস্ট) টানা দুইদিন সূচকের উত্থান হলো। তবে এর আগের দুইদিন দরপতন হয়েছিল।

বুধবার সূচক ওঠা-নামার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুপুর পৌঁনে ১টা পর্যন্ত লেনদেন চলে। এরপর ব্যাংক, বিমা এবং মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দুপর দেড়টা পর্যন্ত সূচক বাড়ে। তবে শেয়ার বিক্রির চাপে শুরু হয় আবারও পতন। যা দিনের লেনদেনের বাকি সময় পর্যন্ত অব্যাহত ছিল।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে সূচক বেড়েছে ২৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩৯ পয়েন্ট। তবে উভয় বাজারেই কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংকিংখাতে তালিকাভুক্ত ৩০ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৮টির, কমেছে ২টির। বিমা খাতের ৪৭ কোম্পানির মধ্যে বেড়েছে ২৮টির, কমেছে ১৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫টির। এ ছাড়াও দীর্ঘদিন ধরে দরপতনের মধ্যে থাকা মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দামও বেড়েছে। এদিন খাতটির ৩৭টি ইউনিটের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৯টির আর কমেছে ৪টির, অপরিবর্তিত ছিল ১০টির। এ কারণেই সূচক বেড়েছে উভয় বাজারে।

ডিএসই’র তথ্য মতে, বুধবার ১৯ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৩৭৬টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১০ কোটি ৫২ লাখ ৬৫ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ২৪ দশমিক ৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০৫ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
 
অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ দিন লেনদেন হয়েছে ২৬ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার টাকার।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১২৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।