ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক পতন থামলেও কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
ডিএসইতে সূচক পতন থামলেও কমেছে লেনদেন

ঢাকা: দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার পাশাপাশি ব্যাংক ও ওষুধ খাতে মিশ্র প্রবণতায় লেনদেন হওয়ায় সূচক পতন থেকে রক্ষা পেয়েছে ডিএসই। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪ পয়েন্ট। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বুধবার (১২ সেপ্টেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২৫ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে টানা দুইদিন দরপতনের পর মঙ্গলবার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান মার্কেট সাপোর্ট দিয়ে সূচক পতন ঠেকিয়েছে।
 
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার এ বাজারে ১৬ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৪৮৯টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭১৪ কোটি ৮ লাখ ৬৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬৫ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৯০০ কোটি ৯৪ লাখ ২৭ হাজার টাকা।
 
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করছে। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭১ পয়েন্টে। আর ডিএস-৩০ ইনডেক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ পয়েন্টে।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।
 
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১ পয়েন্ট কমে ১০ হাজার ৩৬১ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।
 
লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ কোটি ৮২ লাখ ১৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার টাকার।
 
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।