ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
ডিএসইতে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন উভয় বাজারে সূচক পতন হলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বেড়েছে।

দিনভর সূচক পতন শেষে এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৪ কোটি টাকা। এর আগে চলতি বছরের ১১ জুলাই লেনদেন হয়েছিলো ১ হাজার ১১৫ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা।

যা গত ২ মাস ২ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন। একই দিন অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৬ কোটি ৬০ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির খাতের কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিন শেষে ডিএসইতে সূচক কমেছে ২৯ পয়েন্ট। অপরদিকে সিএসইতে কমেছে ৩৫ পয়েন্ট। এ নিয়ে টানা দু’দিন সূচক পতন হলো।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার এ বাজারে ২২ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ১২৮টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৪ কোটি ৮৪ লাখ ৯২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৬১ টাকার বেশি। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭১৪ কোটি ৮ লাখ ৬৭ হাজার টাকার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭১ পয়েন্টে। আর ডিএস-৩০ ইনডেক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৯ পয়েন্টে।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।
 
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩৫ পয়েন্ট কমে ১০ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার।
 
লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ কোটি ৬০ লাখ ৪৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৮২ লাখ ১৪ হাজার টাকার।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।