ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে ৫২ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে ৫২ শতাংশ

ঢাকা: বেশ কয়েক মাস কমার পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে।
 

আগের মাস আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রাজস্ব আয় বেড়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা। যা শতাংশের হিসেবে ৫২ শতাংশ।

 

ডিএসই সূত্র জানা গেছে, সেপ্টেম্বর মাসে ডিএসই থেকে সরকারের আয় হয়েছে ২১ কোটি ৫১ লাখ টাকা। এর আগের মাস আগস্টে ছিল ১৪ কোটি ১৯ লাখ টাকা।
 
সেই হিসেবে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা। যা শতাংশের হিসেবে ৫২ শতাংশ বেড়েছে। ব্রোকারেজ হাউজ এবং উদ্যোক্তাদের শেয়ার বিক্রি থেকে সরকারের এই রাজস্ব আয় হয়েছে।
 
দুই প্রকার রাজস্ব আয়ের মধ্যে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে লেনদেনের ওপর সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে ১৪ কোটি ৮১ লাখ টাকা। আর উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ আদায় হয়েছে ৬ কোটি ৭০ লাখ টাকা।
 
এর আগে আগস্টে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ১১ কোটি ৪৯ লাখ টাকা এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ২ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আদায় হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।