ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দুই মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
দুই মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

ঢাকা: বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম কমায় এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭৮ পয়েন্ট।

রোববার (২১ অক্টোবর) সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর মধ্যে ডিএসইতে প্রায় ২ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

এদিন লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৫৯ লাখ ৬২ হাজার টাকা। এর আগে চলতি বছরের ২৬ আগস্ট লেনদেন হয়েছিলো ৪২০ কোটি ২৪ লাখ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের চলমান রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে পুঁজিবাজারে দরপতন হচ্ছে। বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। বরং উল্টো শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছেন। ফলে বাজারে দরপতন হচ্ছে।

ডিএসইর তথ্য মতে, রোববার এ বাজারে ১২ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৯৭১টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৫৯ লাখ ৬২ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ৩৩ লাখ ৫৯ হাজার টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৩৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৩১ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান নেয় এক হাজার ২৩০ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৪ পয়েন্টে।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।
 
অপরদিকে, সিএসইতে সার্বিক সূচক ৭৮ পয়েন্ট কমে ৯ হাজার ৯৪২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৮ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৩১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকায়।
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।