ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক পতন থামলেও চার মাসে সর্বনিম্ন লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
ডিএসইতে সূচক পতন থামলেও চার মাসে সর্বনিম্ন লেনদেন

ঢাকা: রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে রবি ও সোমবার টানা দুই দিন বড় দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ অক্টোবর) দেশের পুঁজিবাজারে সূচক পতন থেমেছে। সূচক পতন থামলেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

এদিন ডিএসইতে সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকা।

এর আগে চলতি বছরের ৫ জুন লেনদেন হয়েছিলো ৩৮২ কোটি ৩০ লাখ টাকা।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ - আইসিবিসহ বেশকিছু আর্থিক  প্রতিষ্ঠানের মার্কেট সার্পোটে সূচক পতন থেমেছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হলেও সকাল পৌনে ১১টায় শুরু হয় সূচক পতন। যা অব্যাহত ছিলো দুপুর পৌনে ১২টা পর্যন্ত। আইসিবি-সহ বেশকিছু স্টেকহোল্ডারদের সোয়া ১টা পর্যন্ত সূচক বৃদ্ধির মধ্যদিয়ে লেনদেন হয়। তবে দিনের শেষ লেনদেন হয় শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়ে দশমিক ৭১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৭ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার এ বাজারে ১০ কোটি ২৮ লাখ ৫ হাজার ২০৪টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৩৫ কোটি ৩২ লাখ ৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৩৯ কোটি ৫৯ লাখ ৬২ হাজার টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৭১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ১ হাজার ২১১ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের।

অপরদিকে, সিএসইতে সার্বিক সূচক ২৭ পয়েন্ট কমে ৯ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৮ কোটি ৯০ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৮ কোটি ১৮ লাখ ৬৭ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।