ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে টানা চারদিন দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
পুঁজিবাজারে টানা চারদিন দরপতন

ঢাকা: ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির খাতের শেয়ারের দাম কমায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৫ নভেম্বর) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে।

এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা চার কার্যদিবস উভয় বাজারে দরপতন হলো।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়ে চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রি চাপে শুরু হয় সূচক পতন, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিলো। ফলে দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫৮ পয়েন্ট।

সার্বিক বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক বাংলানিউজকে বলেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা এখন ‘প্যানিক সেল’ করছেন। আর এই সময়ে আইসিবিসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মার্কেট সাপোর্ট দেওয়া কথা থাকলেও তারা দিচ্ছে না। ফলে দরপতন হচ্ছে।

ডিএসই’র তথ্যমতে, সোমবার এ বাজারে ১৪ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৯৫৮টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৩৮ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৯ কোটি ৩২ লাখ ৫ হাজার টাকা।
এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৪ পয়েন্ট কমে পাঁচ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৬ পয়েন্ট কমে অবস্থান নেয় এক হাজার ২০৪ পয়েন্টে।

এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ৪ পয়েন্ট কমে হয়েছে এক হাজার ৮৪৮ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে সিএসইতে সার্বিক সূচক ৫৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১১৮টির এবং ৩৪টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকা।  
 
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।