ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সাতদিন পর পুঁজিবাজারে সূচক বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
সাতদিন পর পুঁজিবাজারে সূচক বাড়লো

ঢাকা: টানা সাত কার্যদিবস দরপতনের পর নতুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচেকর ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) সূচক বেড়েছে ১৭ পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও লেনদেন।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্রখাতের শেয়ারের দাম বাড়ায় টানা সাত কার্যদিবস পর মঙ্গলবার পুঁজিবাজারে উত্থান হলো। তার আগে চলতি মাসের প্রথম চার কার্যদিবস সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন হয়েছিলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ‘মার্কেট সাপোর্টে’ মঙ্গলবার পুঁজিবাজারে উত্থান হয়েছে। এদিন ব্যাংক, আর্থিক ও বস্ত্র খাতের কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।  

তবে তার আগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্লোজিংকে কেন্দ্র করে গত ৫ থেকে ১৭ ডিসেম্বর মোট সাতদিন পুঁজিবাজারে দরপতন হয়েছিল। এ দরপতন ঠেকাতেই ‘মার্কেট সাপোর্ট’ দেওয়া হয়েছে বলে মনে করেন তারা।

ডিএসইর তথ্যমতে, মঙ্গলবার এ বাজারে ৮ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ১১৪টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৯ লাখ ৪২ হাজার টাকা। এর আগের  দিন লেনদেন হয়েছিল ৩১৪ কোটি ৫৬ লাখ ১২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৯ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার টাকার।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৫৮ হাজার ২৩৩ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ১ হাজার ২০৫ পয়েন্টে এবং ডিএস-৩০ ইনডেক্স ১ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৪৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৫ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৯১টির এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ৭২৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১১ কোটি ৬ লাখ ৩০ হাজার ৭৩ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৫০২ টাকা।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।