ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বড় উত্থানে পুঁজিবাজারে বছর শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
বড় উত্থানে পুঁজিবাজারে বছর শুরু

ঢাকা: সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে ২০১৯ সালের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে লেনদেন হয়েছে। নতুন বছরের প্রথমদিন মঙ্গলবার (০১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৮১ পয়েন্ট।

ফলে সাত কার্যদিবস দরপতনের পর টানা আট কার্যদিবস উত্থান হলো।

ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং প্রকৌশল খাতসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম বাড়ায় এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

তবে ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কম থাকায় লেনদেন কিছুটা কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিনিযোগকারীরা এক ধরনের শঙ্কায় ছিলেন। কিন্তু সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্য থেকে সেই ভয় কেটে গেছে। ফলে নির্বাচনের পর প্রথম কার্যদিবসে সূচকে বড় উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, এদিন এ বাজারে ১৫ কোটি ৩০ লাখ ৪৭ হাজার ৪৫০টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ১৭ লাখ ৪২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৮ কোটি ৩৪ লাখ ২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ২৪ লাখ ৯ হাজার টাকার।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৯ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৫ পয়েন্টে অবস্থান নেয়। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ১২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ১ হাজার ২৪৫ পয়েন্টে এবং ডিএস-৩০ ইনডেক্স ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯০৮ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৪টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৮১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৩০ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৩৯টির এবং ১১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ৫৩৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৭৭০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ৬০৫ টাকার।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।