ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

নয় মাসের মধ্যে সূচকের বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
নয় মাসের মধ্যে সূচকের বড় উত্থান

ঢাকা: নয় মাসের মধ্যে সর্বোচ্চ সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে। একই অবস্থায় এদিন লেনদেন হয়েছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ব্যাংক খাতের সব শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র, প্রকৌশলসহ বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় এদিন সূচকের বড় উত্থান হয়েছে। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে ডিএসইতে গত বছরের ১ এপ্রিল সূচক বেড়েছিলো ১৫০ পয়েন্ট। মঙ্গলবার বেড়েছে ১১৫ পয়েন্ট। আর সিএসইতে বেড়েছে ৩৯৮ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও। এর ফলে সোমবার মূল্যসংশোধনের পর মঙ্গলবার বড় ধরনের উত্থান হলো। তবে তার আগের টানা ১১ কার্যদিবস উত্থানের মধ্যদিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ২৯ কোটি ৯৩ লাখ ৮১ হাজার ৫৫৬টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ১০১০ কোটি ৩ লাখ ২৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬৫ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার টাকা।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএক্স ইনডেক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান নেওয়া ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ ইনডেক্স ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ১ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৮টির, কমেছে ৮৫টি’র এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক ৩৯৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৭০৭ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৭২টির এবং ২০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ৯৪৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৭৮ লাখ টাকার।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।