ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

একদিন পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
একদিন পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

ঢাকা: একদিন পর আবারো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে।

এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। একই অবস্থায় লেনদেন হয়েছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

এর ফলে সোমবার (১৪ জানুয়ারি) সূচক পতনের পর মঙ্গলবার ব্যাংক, বিমা ও আর্থিক খাতের প্রায় সব শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজারে উত্থান হয়েছে।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার বাজারে ২৯ কোটি ৮ লাখ ১৯ হাজার ৪৩৮টি শেয়ারের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ১ হাজার ১৩৯ কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৪৬কোটি ৩২ লাখ ৩৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো  ৯৭৩ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকার।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান নেয়। এছাড়া অন্য দু’সূচকের মধ্যে ডিএসইএক্স ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩০ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স ৩ দশমিক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ২৯ পয়েন্টে।  

একইদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিকে সিএসই’তে সার্বিক সূচক ৭০ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৫৭ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসই’তে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৫৮৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৬ কোটি ২২ লাখ ১ হাজার ৩৪১ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এমএফআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।