ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মতিন স্পিনিংয়ের ইপিএস কমেছে ২১ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
মতিন স্পিনিংয়ের ইপিএস কমেছে ২১ শতাংশ মতিন স্পিনিং মিলস লিমিটেডের লোগো

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ১৮) মতিন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ২১ শতাংশ।

রোববার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়।

ডিএসইর তথ্যমতে, বছরের প্রথমার্ধে বস্ত্রখাতে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমকি ১৪ টাকা।

আগের বছরের একই সময়ে হয়েছিল ১ দশিমকি ৪৪ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০ দশমিক ৩০ টাকা বা ২১ শতাংশ।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৮) ইপিএস হয়েছে ০ দশমিক ৫৫ টাকা। যার পরিমাণ আগের বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ০ দশমকি ৯০ টাকা। এক্ষেত্রে ইপিএস কমেছে ০ দশমকি ৩৫ টাকা ৩৯ শতাংশ।

কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ দশমকি ৭৫ টাকায়।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।