ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ইস্টার্ন সিকিউরিটিজকে অবিলম্বে ঘাটতি সমন্বয়ের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ইস্টার্ন সিকিউরিটিজকে অবিলম্বে ঘাটতি সমন্বয়ের নির্দেশ

ঢাকা: চার মাসের মধ্য ইস্টার্ন শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের সমন্বিত গ্রাহক হিসাবের ঘাটতি সমন্বয়ের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশনের ৬৭৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান।

 

তিনি বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডার ইস্টার্ন শেয়ার অ্যান্ড সিকিউরিটিজে সমন্বিত গ্রাহক হিসাবে ৩ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়। এ ঘাটতি সমন্বয়ের জন্য প্রতিষ্ঠানটিকে ৪ মাস সময় দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ইস্টার্ন সিকিউরিটিজের ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী পরীক্ষান্তে সমন্বিত গ্রাহক হিসাবে ৩ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়। সমন্বিত গ্রাহক হিসাবের ঘাটতি পূরণে প্রতিষ্ঠানটিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২০এ ধারায় ৪ মাস সময় দিয়েছে বিএসইসি।
 
সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি সমন্বয় না হওয়া পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ইস্টার্ন শেয়ার অ্যান্ড সিকিউরিটিজকে শেয়ারহোল্ডার হিসাবে লভ্যাংশ দেওয়া সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বিএসইসি। এছাড়া আগামী ৪ মাসের মধ্যে ওই ঘাটতি সমন্বয় না হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ট্রেক হোল্ডারস মার্জিন) রেগুলেশন, ২০১৩ এর রেগুলেশন ৩ অনুযায়ী প্রাপ্য ফ্রি লিমিট সুবিধা স্থগিত রাখারও নির্দেশ দিয়েছে বিএসইসি।
 
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।