ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক-বিমার শেয়ারের দাম কমায় পুঁজিবাজারে দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
ব্যাংক-বিমার শেয়ারের দাম কমায় পুঁজিবাজারে দরপতন

ঢাকা: সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে।

ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম কমায় সোমবার (২৮ জানুয়ারি) সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

একই অবস্থায় লেনদেন হয়েছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

এদিন ডিএসইতে সূচক কমে ৩৫ পয়েন্ট। আর সিএসইতে কমেছে ৭১ পয়েন্ট।  

এর ফলে গত মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার তিনদিন সূচক বৃদ্ধির পর সপ্তাহের প্রথম ও দ্বিতীয় কার্যদিবস রবি ও সোমবার টানা দুদিন পুঁজিবাজারে সূচক পতন হলো। তবে বাজারের এই অবস্থানকে মূল্য সংশোধন বলে মনে করেন সংশ্লিষ্টরা।  

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে ২৭ কোটি ৬৪ লাখ ২ হাজার ৯২৭টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ১ হাজার ৯ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হযেছিলো ১ হাজার ১৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ২২পয়েন্ট কমে ৫ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান নেয়। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএক্স ইনডেক্স ৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স ৩ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬ পয়েন্টে।

একইদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিকে সিএসইতে সার্বিক সূচক ৭১ পয়েন্ট কমে ১৮ হাজার ১৪৪ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ ৫ হাজার ২৮৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৯৮৮ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯ কোটি ১০ লাখ ৪১ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।