ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

জেনেক্স ইনফোসিসের লেনদেন শুরু ৬ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
জেনেক্স ইনফোসিসের লেনদেন শুরু ৬ ফেব্রুয়ারি

ঢাকা: সব প্রক্রিয়া সম্পন্ন করায় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া জেনেক্স ইনফোসিস লিমিটেডের লেনদেন শুরু হবে বুধবার (৬ ফেব্রুয়ারি)।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ‘এন’ ক্যাটাগরিভুক্ত হবে কোম্পানিটি। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘GENEXIL’ ও কোম্পানি কোর্ড হবে-২২৬৫০।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের ০৪ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫৬তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

এরপর কোম্পানিটি বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। তারপর গত ২০ ডিসেম্বর বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয় কোম্পানি কর্তৃপক্ষ। ১০ টাকা দামের ২ কোটি শেয়ার ইস্যুর বিনিময়ে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করে।

উত্তোলিত টাকায় ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিও খরচ বাবদ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির পুনঃমূল্যায়ন ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯৬ টাকা। জেনেক্স ইনফোসিসের সাবসিডিয়ারি কোম্পানিসহ ২০১৬-১৭ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ০২ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।