ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচক পতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
পুঁজিবাজারে সূচক পতন

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। এদিন উভয় বাজারে সব সূচক কমলেও বেড়েছে লেনদেন।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরুতে সূচক বাড়ে।

প্রথম দুই মিনিটেই ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর থেকে সূচক কমতে থাকে। বেলা ১০টা ৩৬ মিনিটে সূচক আগের কার্যদিবসের চেয়ে ২ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৪২ মিনিটে সূচক আবারও ২ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে যায়। এভাবে বেলা সোয়া ১১টা পর্যন্ত সূচকে মিশ্র প্রবণতা থাকে।

দিনশেষে ডিএসইএক্স সূচক ৪০ দশমিক ৬৬ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬৮২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৭১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩০৯ ও ১৯৯১ পয়েন্টে রয়েছে।

ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৬৮২ কোটি এক লাখ টাকার। যা আগের কার্যদিবসের চেয়ে ৬০ কোটি টাকা বেশি। আগের কার্যদিবস  লেনদেন হয়েছিল ৬২২ কোটি ২৭ লাখ টাকার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

এ বাজারে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো- মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, সিএসসিসিএল, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ, সিঙ্গার বিডি, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ও আলিফ ইন্ডাস্ট্রিজ।
 
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭১ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৩০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।  

এদিন সিএসইতে ২০ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় এক কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।