ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ক্যাপিটেক পপুলার লাইফ পিএফ ফান্ডের অনুমোদন বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
ক্যাপিটেক পপুলার লাইফ পিএফ ফান্ডের অনুমোদন বাতিল

ঢাকা: সম্পদ ব্যবস্থাপক কর্তৃক সম্মতিপত্রের পার্ট-বি এর ১২ নং শর্ত পরিপালন ব্যতিত চাঁদা গ্রহণ করায় ‘ক্যাপিটেক পপুলার লাইফ পিএফ ইউনিট ফান্ড’র অনুমোদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ২৬ ফেব্রুয়ারি বিএসইসির ৬৭৭তম কমিশন সভায় ফান্ডটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মঙ্গলবার (০৪ মার্চ) বিএসইসি এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কতিপয় শর্ত সাপেক্ষে ক্যাপিটেক পপুলার লাইফ পিএফ ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছিল। যা ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯ মার্চ শেষ হওয়ার কথা। ফান্ডটি বে-মেয়াদি এবং প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। যার মধ্যে ফান্ডটির উদ্যোক্তা বিনিয়োগ করবে ১ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড।  

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেহেতু মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ প্রভিডেন্ট ফান্ডের বিনিয়োগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, সেহেতু ফান্ডটির প্রসপেক্টাস ইস্যুর সম্মতিপত্রে কমিশন ফান্ডটির উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এমপ্লয়েজ প্রভিডেন্ড ফান্ডের বেনিফিশিয়ারি অর্থাৎ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা/কর্মচারীরা ক্যাপিটিক পপুলার লাইফ পিএস ইউনিট ফান্ডের বিনিয়োগের বিষয়ে সম্মতি কমিশনে দাখিলের শর্ত আরোপ করে। কিন্তু ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ক্যাপিটেক ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড তা কমিশনে দাখিল না করে প্রভিডেন্ড ফান্ডটির ট্রাস্টি বোর্ডের সম্মতি দাখিল করে।

এ অবস্থায় সম্পদ ব্যবস্থাপক কর্তৃক সম্মতিপত্রের পার্ট-বি এর ১২ নং শর্ত পরিপালন ব্যতিত চাঁদা গ্রহণ করায় ক্যাপিটেক পপুলার লাইফ পিএস ইউনিট ফান্ডের অনুমোদন বিএসইসির ৬৭৭তম কমিশন সভায় বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশন আরো সিদ্ধান্ত নেয় যে, এখন থেকে আর কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ড কোনো মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা হতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।