ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচক সামান্য কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মে ২৩, ২০১৯
পুঁজিবাজারে সূচক সামান্য কমেছে

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার  (২৩ মে) পুঁজিবাজারে সূচকের সামান্য পতন হয়েছে। তবে এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৩৪ পয়েন্ট কমে ৫ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ১৯২ ও এক হাজার ৮৩২ পয়েন্টে রয়েছে।

এদিকে, সকালে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর ডিএসইএক্স ৫ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়তে থাকে ১০টা ১৫ মিনিটে সূচক ৭ পয়েন্ট বৃদ্ধি পায়। সকাল সাড়ে ১০টায় সূচক ৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ২২৫ পয়েন্টে অবস্থান নেয়।

লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থ্যাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করে।  

ডিএসই শরীয়াহ্ সূচক দশমিক ৯৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৯৭ ও ১৮৩৩ পয়েন্টে রয়েছে। এরপর দুপুর একটার দিকে সূচকের নিম্নমুখী ধারা লক্ষ্য করা যায়। দুপুর দেড়টার দিকে সূচক কিছুটা বাড়লেও সূচকের পতনে দিনের লেনদেন শেষ হয়।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৪৮ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৯ কোটি টাকা বেশি। আগের দিন (২২ মে) ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯০ কোটি ৫৪ লাখ টাকার।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ৩৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে বৃহস্পতিবার টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো- প্রাইম ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, রানার্স অটো, ইউনাইটেড পাওয়ার, ইস্টার্ন ক্যাবলস, মুন্নু সিরামিক, ফরচুন সুজ, গ্রামীণ ফোন, প্রাইম লাইফ ও ডরিন পাওয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১৬ হাজার ৪১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইতে ১৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এসএমএকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।