ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ার না থাকায় ২২ কোম্পানির পরিচালককে নোটিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
শেয়ার না থাকায় ২২ কোম্পানির পরিচালককে নোটিশ বিএসইসি

ঢাকা: ন্যূনতম দুই শতাংশ শেয়ার না থাকায় ২২ কোম্পানির ৬১ পরিচালককে নোটিশ পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

সোমবার (৬ জুলাই) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ন্যূনতম শেয়ার ধারণের শর্ত না মানায় ২২ কোম্পানির ৬১ পরিচালককে নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে ৪৫ দিনের মধ্যে এই ৬১ পরিচালককে ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পরিপালনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। অন্যথায় এসব পরিচালককে পদ অপসারণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে বিএসইসি। গত বৃহস্পতিবার এই নোটিশের চিঠি পাঠানো হয়েছে।

কোম্পানির পরিচালক পদে থাকতে হলে এসব পরিচালককে হয় নতুন করে শেয়ার কিনতে হবে নয়তো পদ ছাড়তে হবে।

২০১১ সালে জারি করা নির্দেশনা কার্যকরে আবারও উদ্যোগ নিয়েছে বিএসইসি।

বিএসইসি সূত্রে জানা গেছে, যে ২২ কোম্পানির পরিচালককে নোটিশ দেওয়া হয়েছে তার মধ্যে বিমাখাতের ১৪টি কোম্পানি রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।