ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সরকারের পক্ষে শেয়ার ইস্যু করবে বিএসসিসিএল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
সরকারের পক্ষে শেয়ার ইস্যু করবে বিএসসিসিএল

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির পরিচালনা পর্ষদ সরকারের পক্ষে শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।  

বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি সরকারের পক্ষে ১ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৩৭টি শেয়ার ইস্যু করবে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদনের পর এই শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

এজন্য কোম্পানিটি সরকারের কাছ থেকে মোট ১৬৬ কোটি টাকা পেয়েছে। এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে ১৪০ কোটি এবং ২০১৬-১৭ অর্থবছরে ২৬ কোটি টাকা পেয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।