ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

নতুন সাবসিডিয়ারি কোম্পানি খুলবে এসিআই ফর্মুলেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুন ১৩, ২০২২
নতুন সাবসিডিয়ারি কোম্পানি খুলবে এসিআই ফর্মুলেশন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসিআই ফর্মুলেশনের পরিচালনা পর্ষদ নতুন সাবসিডিয়ারি কোম্পানির অনুমোদন দিয়েছে। সোমবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের নাম হবে এসিআই এগ্রোকেম লিমিটেড। নতুন এই সাবসিডিয়ারি কোম্পানির অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২ কোটি টাকা।

এই সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের ৯০ শতাংশ শেয়ারের মালিকানা থাকবে এসিআই ফর্মুলেশনের।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এই সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠা করবে এসিআই ফর্মুলেশন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।