কান থেকে প্যারিস এসে পৌঁছেছিলাম ২৩ মে। গত বছর হাতে মাত্র একদিন থাকায় ঘোরা হয়নি খুব একটা।
কৌতূহল বেড়ে যাওয়ায় পরদিন সকাল ১১টার মধ্যে হাজির হলাম প্যারিসের প্রাণকেন্দ্রে গ্র্যান্ড বুলভার্দে সেইন নামক স্থানের ডানদিকে ১০ বুলভার্দ মোমার্তে অবস্থিত গ্রেভা মিউজিয়ামে। এখানে আসতে ৮ ও ৯ নম্বর মেট্রো ধরতে হয়। বাসের ক্ষেত্রে ওঠার সময় ২০, ৩৯, ৪৮, ৬৭, ৭৪ ও ৮৫ নম্বর কি-না খেয়াল রাখতে হবে। জাদুঘরের বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মীরা স্বাগত জানিয়ে লালগালিচায় হেঁটে ভেতরে ঢোকার পথ দেখিয়ে দিলেন। জাদুঘরে টিকিট কাটার জন্য সারি বেঁধে দাঁড়াতে হয়।




গ্রেভা মিউজিয়াম শুধু ফ্রান্সের নয়, গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে প্রাচীন মোমের জাদুঘরগুলোর মধ্যে অন্যতম। লে গুলুয়ঁস পত্রিকার সাংবাদিক আর্থার মেয়ার জাদুঘরটি প্রতিষ্ঠা করেন ১৮৮২ সালে। এর প্রথম শিল্প নির্দেশক ও ক্যারিকেচারিস্ট আলফ্রেড গ্রেভার (১৮২৭-১৮৯২) নামে জাদুঘরের নামকরণ হয়। গ্রেভা মিউজিয়ামে বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকা, ক্রীড়াবিদ ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের মূর্তিই দর্শনার্থীদের কাছে মূল আকর্ষণ। একসময়ের ও এখনকার বিখ্যাত সাড়ে ৪০০ জন ফরাসি ও আন্তর্জাতিক ব্যক্তিত্বের মোমের মূর্তি রয়েছে এখানে। এখানে এলে ফরাসি ইতিহাস সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যায়। নেপোলিয়ন থেকে শুরু করে রাজা লুই, রাজা হেনরিসহ ফরাসি বিপ্লবের রক্তাক্ত মুহূর্ত এবং ফ্রান্সের এই সময়ের আধুনিক জীবনযাপনের চিত্রও রয়েছে। সবই মোমের শিল্প। এগুলো তৈরিতে নির্বাচিত ঘটনা অনুযায়ী প্রয়োজনীয় আসবাব আর নিত্য প্রয়োজনীয় জিনিসও ব্যবহার করেছেন শিল্পীরা। যেমন ১৭৯৩ সালে জ্যঁ-পল মাহাতকে যে বাথটাবে হত্যা করা হয় সেটা দেখলাম। এটি গ্রেভায় নিয়ে আসা হয় ১৮৮৬ সালে। পরিপাটী কিচেনও আছে একটা। এখানে বাবুর্চি, রাঁধুনি ও রন্ধন বিশেষজ্ঞরা হাসিমুখে দাঁড়িয়ে আছেন এদিক-ওদিক। কারও সামনে থালাবাসন, একজনের হাতে আছে ছোট আকারের গোল বাসন, কারও হাতে আবার শ্যাম্পেনের বোতল। একজন ওয়েটারের হাত থেকে ট্রে পড়ে যাচ্ছে এমন মুহূর্তও তৈরি করা হয়েছে মোম দিয়ে।
সাজঘরে আয়নার সামনে কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ডের পাশে বসলাম। আয়নার সঙ্গে যুক্ত বাতিগুলো জ্বলছে। জাদুঘর জুড়ে সবকিছুতেই সত্যি জীবনকে যতোটা সম্ভব বিশ্বাসযোগ্য করানোর ছাপ স্পষ্ট। ফরাসি অভিনেতা জেহা দেপারদ্যু ও জ্যঁ রেনোর পাশে বসার সুযোগও হাতছাড়া করলাম না! এরপর কথাশিল্পী আর্নেস্ট হেমিংওয়েকে দেখলাম উঁচু একটা চেয়ারে বসে পান করছেন! একটু দূরে দাঁড়িয়ে আছেন ইন্ডিয়ানা জোন্সের সাজে হলিউডের বর্ষীয়ান অভিনেতা হ্যারিসন ফোর্ড। কাছাকাছি আছেন কুংফু তারকা জ্যাকি চ্যান।
বিখ্যাত চিত্রশিল্পীদের মোমের মূর্তিগুলোও মুগ্ধ হওয়ার মতো। সালভাদর দালি, পাবলো পিকাসো, এমন অনেকে আছেন। শিল্পকর্ম পন্ডিতদের পেরিয়ে যে ঘরটা আছে তাতে সবাই রাজনীতিবিদ। মহাত্মা গান্ধী, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রানী এলিজাবেথ, পোপ দ্বিতীয় জন পল পরিপাটী পোশাকে আছেন। পৃথিবীর শক্তিশালী রাজনীতিবিদদের দেখে সিঁড়ি বেয়ে নিচে নামতে হলো। সেখানে একের পর এক দেখা হতে লাগলো বিখ্যাত কয়েকজন সংগীতশিল্পীর সঙ্গে। জিমি হেনড্রিক্স চোখ বুজে আপনমনে গিটার বাজাচ্ছেন! স্যার এলটন জন ও রে চার্লসের মূর্তির সামনে আছে পিয়ানো। এলটনের পিয়ানোর ওপর মাইক্রোফোন হাতে বসে আছেন ফরাসি অভিনেত্রী-গায়িকা নলওয়েন লেরয়। ফিল কলিন্স বাজাচ্ছেন ড্রামস। আছেন পপসম্রাট মাইকেল জ্যাকসন ও পপসম্রাজ্ঞী ম্যাডোনা। খেলোয়াড়দের মধ্যে পেলে, ইব্রাহিমোভিচসহ কয়েকজনের মূর্তি দেখলাম।
এবার এলাম বিশাল এক ঘরে। এর নাম ‘হল অব কলামস’। এখানটার দেয়ালসহ সাজসজ্জা নয়নাভিরাম। গোটা জাদুঘরের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন লাগলো এই মিলনায়তনকে। শুরুতেই আছে ফ্যাশন দুনিয়ার নামি মানুষদের মূর্তি। মডেল-গায়িকা কারা ডেলেভিন আবেদনময়ী পোশাকে এক পা তুলে চিবুকে হাত রেখে তাকিয়ে আছেন। তার কাছাকাছি সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। অন্যপাশে ফ্যাশন ডিজাইনার জ্যঁ-পল গলতিয়ার। নাওমির পেছনে হালের সেনসেশন গায়িকা লেডি গাগা। এই মূর্তি দেখে বেরোলেই চোখে পড়ে হলিউডের হেভিওয়েট কাপল ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির পৃথক মোমের মূর্তি। ইতালিয়ান রূপবতী মনিকা বেলুচ্চিও আছেন! তাকে রেখে কয়েক কদম এগোতেই পেলাম চার্লি চ্যাপলিনকে! মূর্তিটির পাশে টুপি ঝুলিয়ে রাখা হয়েছে। একটু লম্বা হলে ওই টুপিতে মাথা রেখে ছবি তোলা যায়। তার কাছ মুখ ঘোরাতেই দেখলাম হলিউড অভিনেতা জর্জ ক্লুনি শ্যাম্পেনসহ গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। মুখে এক চিলতে হাসি। ঠিক বিপরীত পাশে তার দিকে চেয়ে আছেন ‘টাইটানিক’ গায়িকা সেলিন ডিওন। সঙ্গে তার স্বামী। একটু পাশে হলিউড অভিনেতা নিকোলাস কেজ। কিংবদন্তি নির্মাতা আলফ্রেড হিচককও আছেন। ফরাসি অভিনেতা ল্যাম্বার্ট উইলসনের মূর্তিও আছে। কে নেই এখানে! কোনটা ফেলে কাকে দেখি! সমাধান দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান! এখানে এশীয় একমাত্র তারকা তিনিই। চেনা ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। যেন সত্যি সত্যি কিং খান! ঘুরেফিরে তাকেই বারবার দেখছিলাম।
হল অব কলামস থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে চমকে গেলাম! এতোক্ষণ যাদের দেখে সত্যি সত্যি লাগছিলো, তাদেরকে বানানোর রহস্য আছে এখানে। এই জায়গাটার নাম ‘দ্য রুট ডিসকভারি’। কীভাবে মোমের মূর্তিগুলো তৈরি হয়েছে সেই ফর্মুলা পেলাম এখানে। চারটি ধাপে এগুলো তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয়। ভাস্কর্য, নকশা প্রণালী, চুল ও সাজসজ্জা এবং সবশেষে পোশাক ও অন্যান্য সামগ্রী। কখন যে পাঁচ ঘণ্টা পেরিয়ে গেছে খেয়ালই নেই। এই দীর্ঘ সময় ধরে একটা ভবনেই ঘুরপাক খাচ্ছি। এ এক মধুর ঘোর! মোমের জাদুঘরটা যেন এক স্বপ্নজাল। যতো এগোবেন ততোই এই জালে জড়াবেন। যুক্তি নয়, নিজের চোখকেই বিশ্বাসস করতে ইচ্ছে হয় এখানে। না ছোঁয়া পর্যন্ত মোমের মূর্তিগুলো তো সত্যি সত্যিই আপনার-আমার কাছে তারকা!
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জেএইচ