ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

টেনিস

কোয়ার্টার ফাইনালে ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫২, জানুয়ারি ২২, ২০১৭
কোয়ার্টার ফাইনালে ভেনাস জয়ের পর ভেনাস উইলিয়ামস-ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে নারী টেনিসে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ভেনাস উইলিয়ামস। চতুর্থ রাউন্ডে জার্মানির মোনা বার্থেলকে সরাসরি সেটে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের এ তারকা।

মেলবোর্ন পার্কে অতিমাত্রার গরমে এদিন জয় পেতে অবশ্য বেশ লড়াই করতে হয় সাবেক শীর্ষ তারকা ভেনাসের। প্রথম সেট ৬-৩ গেমে জিতলেও পরের সেটে ৭-৫ গেমে জেতেন।

৩৬ বছর বয়সী ভেনাস শেষ আটের ম্যাচে লড়বেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলুচেনকোভার।  

এখন পর্যন্ত আটটি গ্র্যান্ডস্ল্যামের মালিক ভেনাস কখনোই অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিততে পারেননি। তবে ২০০৩ সালে আসরটির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ