ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

১৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
১৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস 

আগরতলা (ত্রিপুরা): বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের তরফে শনিবার (২৮ জানুয়ারি) প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এদিন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মুকুল ওয়াশনিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

 

মোট ১৭টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এদিন।

এবছর নির্বাচনে বিজেপিকে পরাজিত করার জন্য বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা করে কংগ্রেস। এই সমঝোতায় বামফ্রন্ট তাদের হাতে ৪৬টি আসন রাখে। ১৩টি আসন দেয় কংগ্রেসকে এবং একটি আসনে নির্দল প্রার্থীকে সমর্থন করা হয়।

কিন্তু এদিন দেখা যায় কংগ্রেস সমঝোতার বাইরে গিয়ে আরও চারটি বেশি আসনে প্রার্থী দিয়েছে। তবে আশ্চর্যজনক ভাবে পেঁচারতল আসনে কংগ্রেস বা বামফ্রন্ট কোনো দল প্রার্থী দেয়নি। অথচ এই আসনটি কংগ্রেসের জন্য বরাদ্দ রেখেছিল বামফ্রন্ট।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসসিএন/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।