ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

সাব্রুম মহকুমা পরিদর্শনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
সাব্রুম মহকুমা পরিদর্শনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সাব্রুম নগর পঞ্চায়েত অফিসের কনফারেন্স হলের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের দক্ষিণের মহকুমা সাব্রুম পরিদর্শন করেছেন। শুক্রবার (০৬ জানুয়ারি)  দুপুরের দিকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে আগরতলা থেকে সাব্রুম পৌঁছান।

 

সেখানে প্রথমে নির্মাণাধীন সাব্রুম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। পরে তিনি সাব্রুমের ফেনী নদীর উপর প্রস্তাবিত ভারত-বাংলাদেশ সেতুর জায়গা পরিদর্শন করেন।

সবশেষে বিকেলে তিনি সাব্রুম নগর পঞ্চায়েত অফিসের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে যোগ দেন। বৈঠকে মুখ্যমন্ত্রী মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।

সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের আদিম জাতি কল্যাণ দফতরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং, রাজ্যের মুখ্যসচিব ওয়াই পি সিংসহ অন্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এসসিএন/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।